Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

At a glance

    ১.১   রূপকল্প  (Vision): সামগ্রিকভাবে সঞ্চয় ব্যবস্থাপনাকে আধুনিকায়নের মাধ্যমে অর্থনৈতিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখা।

 

১.২  অভিলক্ষ্য (Mission): জাতীয় উন্নয়নে অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র আয়ের জনগোষ্ঠীকে সঞ্চয়ে সম্পৃক্তকরণ এবং প্রযুক্তি বান্ধব সেবা প্রদান নিশ্চিতকরণ।

সাম্প্রতিকবছরসমূহের (৩ বছর)প্রধানঅর্জনসমূহঃ

জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, গাজীপুর এর  প্রধান কাজ জনগণকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করা এবং জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জাতীয় সঞ্চয় স্কিমের মাধ্যমে আহরণ করে সরকারের বাজেট ঘাটতিতে অর্থায়ন করা। এ লক্ষ্যে জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, গাজীপুর এর  মাধ্যমে২০১৯-২০২০ অর্থবছরে 182 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন 69.56 কোটি টাকা; যা লক্ষ্যমাত্রার 38 শতাংশ। অনুরুপভাবে ২০১৮-২০১৯ ও ২০১৭-২০১৮ অর্থবছরের লক্ষ্যমাত্রা যথাক্রমে 128.00 কোটি টাকা এবং 110.০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে মোট অর্জন যথাক্রমে 242.40 কোটি ও 167.43 কোটি টাকা। ২০১৮-২০১৯ ও ২০১৭-২০১৮ অর্থবছরে লক্ষ্যমাত্রার বিপরীতে শতাংশিক অর্জন যথাক্রমে 189 শতাংশ ও 152 শতাংশ।বিগতবছরগুলোতেওলক্ষ্যমাত্রারবিপরীতেঅর্জনের এ ধারা ছিল সন্তোষজনক।তাছাড়াঅর্থমন্ত্রণালয়, অর্থবিভাগকর্তৃকবাস্তবায়নাধীন ‘সরকারীব্যয়ব্যবস্থাপনাশক্তিশালীকরণ: অগ্রাধিকারকার্যক্রমসমূহেরধারাবাহিকতারক্ষা (পিইএমএস)’ শীর্ষককর্মসূচীরআওতায় ‘জাতীয় সঞ্চয়স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’-চালু করা হয়েছে। এর ফলে জাতীয় সঞ্চয় স্কিমের লেনদেন কার্যক্রমে ইএফটি চালুসহ সঞ্চয়পত্র স্ক্রিপলেস করা হয়েছে।